গান ১৫১
তিনি ডাকবেন
(ইয়োব ১৪:১৩-১৫)
-
১. জী-বন যে-ন কু-য়া-শার এক চা-দর;
আজ আ-ছে, কাল অ-দৃ-শ্য।
যা ক-রি, সব হ-বে তো এক-দিন শেষ।
আস-বে কান্-না ও দুঃ-খ।
মা-নুষ মর-লে কি বাঁচ-বে সে আ-বার?
শো-নো যাঃ-য়ের প্র-তি-জ্ঞা:
(কোরাস)
মৃ-তে-রা তাঁর ডা-কে উঠ-বে।
তাঁর আ-জ্ঞায় পা-বে জী-বন,
কা-রণ তাঁর এই আ-কাঙ্-খা
নিজ হস্-তের সৃষ্-টির প্র-তি।
তাই বি-শ্বাস ভে-ঙে ফে-লো না।
কর-বেন ঈ-শ্বর বাস্-তব তা।
জী-বন হ-বে অ-নন্-ত,
তাঁর ইচ্-ছায় বাঁচ-ব স-বাই।
-
২. বন্-ধু যাঃ-য়ের য-দি-ও মা-রা যায়,
ভুল-বেন না তি-নি তা-কে।
নি-দ্রায় যা-রা ঈ-শ্ব-রের স্ম-র-ণে,
মৃ-ত্যু থে-কে যে উঠ-বে।
জী-বন ত-খন-কার হ-বেই চ-মৎ-কার।
প-রম-দেশ চি-র-স্থা-য়ী।
(কোরাস)
মৃ-তে-রা তাঁর ডা-কে উঠ-বে।
তাঁর আ-জ্ঞায় পা-বে জী-বন,
কা-রণ তাঁর এই আ-কাঙ্-খা
নিজ হস্-তের সৃষ্-টির প্র-তি।
তাই বি-শ্বাস ভে-ঙে ফে-লো না।
কর-বেন ঈ-শ্বর বাস্-তব তা।
জী-বন হ-বে অ-নন্-ত,
তাঁর ইচ্-ছায় বাঁচ-ব স-বাই।
(আরও দেখুন যোহন ৬:৪০; ১১:১১, ৪৩; যাকোব ৪:১৪.)