সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান


এই ব্রোশার থেকে যেভাবে আপনি সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন

এই ব্রোশার থেকে যেভাবে আপনি সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন

কারো কাছ থেকে সাহায্য নিন: আপনাকে যিনি এই ব্রোশার দিয়েছেন, বাইবেল অধ্যয়নের জন্য তার কাছে অনুরোধ করুন অথবা jw.org ওয়েবসাইটে গিয়ে অনুরোধ পাঠান।

প্রথম অংশ

প্রতিটা অনুচ্ছেদ এবং অনুচ্ছেদের সঙ্গে দেওয়া মোটা অক্ষরে লেখা প্রশ্নগুলো (ক) আর সেইসঙ্গে প্রধান বিষয়গুলোর উপর জোর দেয়, এমন শাস্ত্রপদগুলো (খ) পড়ুন। সেইসঙ্গে লক্ষ করুন, কিছু শাস্ত্রপদের আগে “পড়ুন” লেখা রয়েছে, যেগুলো আপনাকে পড়তে হবে।

মাঝের অংশ

গভীরভাবে গবেষণা করুন অংশে, পরবর্তী আলোচনার বিষয়বস্তু (গ) সংক্ষেপে তুলে ধরা হয়েছে। উপশিরোনামগুলো (ঘ) সেই আলোচনার প্রধান বিষয়বস্তু সম্বন্ধে তুলে ধরে। শাস্ত্রপদগুলো পড়ুন, প্রশ্নগুলোর উত্তর দিন এবং ভিডিওগুলো (ঙ) দেখুন।

ছবি ও ছবির নীচে দেওয়া শিরোনামগুলো (চ) নিয়ে বিবেচনা করুন এবং কেউ কেউ বলে থাকে (ছ) অংশে দেওয়া প্রশ্নের উত্তরে আপনি কী বলবেন, তা নিয়ে চিন্তা করুন

শেষ অংশ

সারাংশপুনরালোচনা (জ) অংশ দিয়ে পাঠ শেষ করা হয়েছে। পাঠ শেষ করার পর তারিখ লিখে রাখুন। লক্ষ্য (ঝ) অংশে আপনাকে কিছু করার জন্য উৎসাহিত করা হয়েছে। আরও জানুন (ঞ) অংশে পড়ার অথবা দেখার জন্য কিছু অতিরিক্ত বিষয় দেওয়া হয়েছে।

বাইবেলের পদগুলো যেভাবে খুঁজে বের করা যায়

শাস্ত্রপদগুলো এভাবে তুলে ধরা হয়েছে, বাইবেলের বই (ক), অধ্যায় (খ), এবং পদ অথবা পদগুলো (গ)। যেমন, যোহন ১৭:৩ বলতে যোহন বই, অধ্যায় ১৭, পদ ৩ বোঝায়।