সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদবিষয় | বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়

কী এটাকে আগ্রহজনক করে তুলবে?

কী এটাকে আগ্রহজনক করে তুলবে?

একঘেয়ে? অথবা সতেজতাদায়ক? আপনার ক্ষেত্রে কোনটা হবে? এর অনেকটাই নির্ভর করে আপনি যেভাবে বাইবেল পড়েন, সেটার উপর। আসুন আমরা লক্ষ করি, কীভাবে আপনি আপনার আগ্রহ ও আনন্দ বাড়াতে পারেন।

এক নির্ভরযোগ্য ও আধুনিক ভাষার অনুবাদ বাছাই করুন। আপনি যদি এমন বিষয়বস্তু পড়েন, যেখানে আপনি জানেন না এমন অনেক কঠিন অথবা সেকেলে শব্দ রয়েছে, তা হলে আপনি হয়তো পড়া উপভোগ করবেন না। তাই, এমন একটা বাইবেল বেছে নিন, যেখানে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে এবং যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। তবে, একইসঙ্গে লক্ষ রাখতে হবে, সেই অনুবাদ যেন যথাযথ এবং সঠিক হয়। *

আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন। বর্তমানে বাইবেল কেবল বাঁধানো ও ছাপানো বইয়ের আকারেই নয় কিন্তু সেইসঙ্গে ডিজিটাল বইয়ের আকারেও পাওয়া যাচ্ছে। কিছু বাইবেল অনলাইনে পড়া যেতে পারে অথবা ব্যক্তিগতভাবে পড়ার জন্য কম্পিউটার, ট্যাবলেট অথবা মোবাইল ফোনে ডাউনলোড করা যেতে পারে। কিছু সংস্করণে অতিরিক্ত হাতিয়ার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আপনি দ্রুত একই বিষয়ের উপর বাইবেলের অন্যান্য পদ অথবা এমনকী কয়েকটা অনুবাদ দেখতে পারবেন। পড়ার চেয়ে আপনি যদি শুনতে আরও ভালোবাসেন, তা হলে অডিও আকারেও বাইবেল পেতে পারেন। অনেকে গণপরিবহণে যাতায়াত করার, ঘরের টুকিটাকি কাজ করার অথবা অন্যান্য কাজ করার সময় বাইবেল পড়া শুনতে ভালোবাসে। আপনার ক্ষেত্রে উপযুক্ত এমন কোনো পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন না কেন?

বাইবেল অধ্যয়নের হাতিয়ার ব্যবহার করুন। বাইবেল অধ্যয়নের হাতিয়ারগুলো আপনাকে পড়া থেকে উপকার লাভ করার জন্য সাহায্য করতে পারে। সেগুলোতে বাইবেলের সময়কার দেশগুলোর মাণচিত্র রয়েছে, যেগুলো আপনার পড়ার সময় বিভিন্ন স্থান চিহ্নিত করতে এবং ঘটনাগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এই পত্রিকায় অথবা jw.org ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন প্রবন্ধ আপনাকে বাইবেলের অনেক অংশের অর্থ বুঝতে সাহায্য করবে।

পদ্ধতি পরিবর্তন করুন। আপনি যদি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরো বাইবেল পড়ার কথা ভেবে ভয় পান, তা হলে সেই অংশ থেকে পড়া শুরু করে আপনার আগ্রহ জাগিয়ে তুলুন না কেন, যেটা আপনার কাছে বিশেষভাবে আগ্রহজনক? আপনি যদি বাইবেলের সুপরিচিত ব্যক্তিদের সম্বন্ধে জানতে চান, তা হলে আপনি বিভিন্ন চরিত্র বেছে নিয়ে পড়া শুরু করতে পারেন। এই পদ্ধতির একটা নমুনা এই প্রবন্ধের সঙ্গে দেওয়া “ বাইবেলে উল্লেখিত ব্যক্তিদের জানার মাধ্যমে বাইবেল অধ্যয়ন করুন” শিরোনামের বাক্সে তুলে ধরা হয়েছে। অথবা আপনি হয়তো বিষয়বস্তু অনুসারে কিংবা ঘটনার ধারাবাহিকতা অনুসারে বাইবেল পড়তে পারেন। এই পদ্ধতিগুলোর মধ্যে একটা ব্যবহার করার চেষ্টা করুন না কেন?

^ অনু. 4 অনেকের কাছে পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলকে সঠিক, নির্ভরযোগ্য এবং সহজে পাঠযোগ্য বলে মনে হয়েছে। যিহোবার সাক্ষিদের দ্বারা প্রস্তুতকৃত এই বাইবেল ১৩০টারও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে। আপনি ইংরেজি ভাষায় এর একটা কপি jw.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন কিংবা JW লাইব্রেরি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যদি চান, তা হলে যিহোবার সাক্ষিরা আপনার বাড়িতে এর এক ছাপানো কপি পৌঁছে দিতে পারে।