যিহোবার সাক্ষিদের ২০২২ সালের সম্মেলন:“শান্তিতে থাকার চেষ্টা করো”!
সমস্যাগুলোর মুখোমুখি হওয়া সত্ত্বেও কী আমাদের পক্ষে এক শান্তিপূর্ণ জীবন উপভোগ করা সম্ভব? আমাদের সঙ্গে “শান্তিতে থাকার চেষ্টা করো”! আঞ্চলিক সম্মেলনে যোগ দিন, যেখানে আপনি জানতে পারবেন যে, কীভাবে আপনি এখন আর অনন্তকাল ধরে শান্তি পেতে পারেন।