পৃথিবীতে শান্তি—কীভাবে আসবে?
বাইবেলের উত্তর
মানুষের প্রচেষ্টায় পৃথিবীতে শান্তি আসবে না, এটা ঈশ্বরের রাজ্যের মাধ্যমে আসবে। এই রাজ্যই হল সেই স্বর্গীয় সরকার, যার রাজা হলেন যিশু খ্রিস্ট। লক্ষ করুন, এই অপূর্ব আশার বিষয়ে বাইবেল কী বলে।
ঈশ্বর “সারা পৃথিবীতে যুদ্ধ শেষ করে” দেবেন এবং “পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র লোকদের শান্তি” দেওয়ার মাধ্যমে নিজের প্রতিজ্ঞা পরিপূর্ণ করবেন।—গীতসংহিতা ৪৬:৯; লূক ২:১৪.
ঈশ্বরের রাজ্য স্বর্গ থেকে সারা পৃথিবীর উপর রাজত্ব করবে। (দানিয়েল ৭:১৪) এই রাজ্য পৃথিবী থেকে জাতীয়তাবাদ নিশ্চিহ্ন করে দেবে, যেটা হল অনেক সমস্যার মূল কারণ।
ঈশ্বরের রাজ্যের শাসক যিশু, যাঁকে “শান্তির রাজা” বলা হয়, তিনি এই বিষয়টা নিশ্চিত করবেন যেন পৃথিবীতে “শান্তির কোনো সীমা” না থাকে।—যিশাইয় ৯:৬, ৭.
যে-সমস্ত লোক একে অপরের সঙ্গে লড়াই করেই চলবে, তারা ঈশ্বরের রাজ্যে কোনো স্থান পাবে না। কারণ “[ঈশ্বর] এমন লোকদের ঘৃণা করেন, যারা হিংসাত্মক কাজ ভালোবাসে।”—গীতসংহিতা ১১:৫; হিতোপদেশ ২:২২.
ঈশ্বর তাঁর প্রজাদের শেখান, কীভাবে শান্তিতে থাকতে হয়। এই বিষয়ে বাইবেল বলে: “তারা তাদের তলোয়ার পিটিয়ে লাঙলের ফাল তৈরি করবে আর তাদের বর্শা পিটিয়ে কাস্তে তৈরি করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না।”—যিশাইয় ২:৩, ৪.
ইতিমধ্যেই, পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ যিহোবার সাক্ষি ঈশ্বরের কাছ থেকে শিখছে যে, কীভাবে শান্তিতে থাকতে হয়। (মথি ৫:৯) যদিও আমরা বিভিন্ন পটভূমি থেকে এসেছি এবং ২৩০-টারও বেশি আলাদা আলাদা দেশে বাস করি, তা সত্ত্বেও আমরা আমাদের ভাই-বোনদের বিরুদ্ধে যুদ্ধ করি না।
আজ যিহোবার সাক্ষিরা শিখছে যে, কীভাবে শান্তির পথে চলতে হয়

