সরাসরি বিষয়বস্তুতে যান

দীর্ঘসময় ধরে থাকা কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করা—বাইবেল কি সাহায্য করতে পারে?

দীর্ঘসময় ধরে থাকা কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করা—বাইবেল কি সাহায্য করতে পারে?

বাইবেলের উত্তর

 হ্যাঁ। ঈশ্বর তাঁর অসুস্থ দাসদের জন্য চিন্তা করেন। একজন বিশ্বস্ত দাস সম্বন্ধে বাইবেল বলে, “যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে,” তখন যিহোবা “তাকে শক্তি দেন।” (গীতসংহিতা ৪১:৩, ইজি-টু-রিড ভারশন) যদি এমন হয় যে, আপনি দীর্ঘসময় ধরে কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, তা হলে পরবর্তী তিনটে পদক্ষেপ আপনাকে সান্ত্বনা দিতে পারে।

  1.   ধৈর্য ধরার জন্য শক্তি চেয়ে প্রার্থনা করুন। আপনি “ঈশ্বরের সেই শান্তি” পাবেন, “যে-শান্তির কথা মানুষ চিন্তাও করতে পারে না।” আর এই শান্তি আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যেও টিকে থাকতে সাহায্য করবে।—ফিলিপীয় ৪:৬, ৭.

  2.   ভালো বিষয়গুলো নিয়ে চিন্তা করুন। বাইবেল বলে: “আনন্দিত অন্তর স্বাস্থ্য ভাল রাখে, কিন্তু ভাংগা মন স্বাস্থ্য নষ্ট করে।” (হিতোপদেশ ১৭:২২, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) হাসিখুশি থাকার চেষ্টা করুন। এতে আপনার কষ্ট কম হবে। এ ছাড়া, এটা আপনার স্বাস্থ্যের জন্যও উপকারজনক।

  3.   ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর উপর প্রত্যাশা রাখুন। প্রত্যাশা আপনাকে অসুস্থতার মধ্যেও আনন্দিত থাকতে সাহায্য করবে। (রোমীয় ১২:১২) বাইবেল প্রতিজ্ঞা করে, এমন একটা সময় আসবে, যখন “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত” বা অসুস্থ। (যিশাইয় ৩৩:২৪) সেই সময় ঈশ্বর দীর্ঘসময় ধরে থাকা অসুস্থতা দূর করে দেবেন। যেমন, বাইবেল প্রতিজ্ঞা করে যে, বৃদ্ধ লোকেরা আবারও যুবক হবে এবং তাদের সুস্থ দেহ থাকবে। বাইবেল বলে, “তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে।”—ইয়োব ৩৩:২৫.

 নোট: যিহোবার সাক্ষিরা ঈশ্বরের বাক্য থেকে সাহায্য গ্রহণ করার পাশাপাশি ডাক্তারের কাছ থেকেও চিকিৎসা নিয়ে থাকে। (মার্ক ২:১৭) তবে, আমরা কোনো নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতির বিষয়ে সুপারিশ করি না; আমরা মনে করি, নিজের স্বাস্থ্যের ব্যাপারে প্রত্যেক ব্যক্তির নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।