মে ২, ২০২২
নতুন কী রয়েছে
২০২২ সালের সম্মেলনের অডিও এখন পাওয়া যাচ্ছে
২০২২ সালের সম্মেলনের শেষের গান আসলে একটা নতুন গান, যার শিরোনাম হল “শান্তি শেষ পর্যন্ত!” এই গান ও গানের কথা এখন jw.org-এ পাওয়া যাচ্ছে। পরিচালকগোষ্ঠী অনুরোধ করেছে যাতে সম্মেলনে এই গানটা দেখার আগেই মণ্ডলীর সবাই এটা প্র্যাকটিস করে।